BanshkhaliTimes

অসহায় মানুষের মাঝে মিনি ল’ স্কুলের ত্রাণ তৎপরতা

BanshkhaliTimes
পরিচালক- রায়হান সোবহান

বাঁশখালী টাইমস: মহামারী করোনায় কর্মহীন, অসহায় মেহনতি হতদরিদ্র পরিবারের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আইনবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান মিনি ল স্কুল। তাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে বাঁশখালীর বিভিন্ন গ্রামের দুই শতাধিক পরিবারের মধ্যে কোভিড-১৯ এর বিপর্যয় মোকাবেলায় ত্রাণ বিতরণ সম্পন্ন করে।

এখনও পর্যন্ত প্রজেক্ট চলমান রয়েছে। বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে পুইছড়ি, ছনুয়া, কালীপুর, শেখের খিল, গুণাগরি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।

এছাড়াও তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এ বিষয়ে মিনি ল স্কুলের পরিচালক রায়হান সোবহানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মহামারী করোনায় কর্মহীন মানুষ অভাবে আত্মহত্যা করতেছে। এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানো জন্য সম্মিলিত প্রচেষ্টায় ফান্ড কালেকশন করে প্রায় তিন লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। বাঁশখালীতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে কক্সবাজার, বগুড়া, কুড়িগ্রাম, খুলনা,ভোলা সহ আরও কয়েকটি জেলায় আমাদের কার্যক্রম চলছে। আমরা আমাদের সাধ্যমত সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাব।

সমাজের বিত্তশালীরা এগিয়ে আসুন, মানবিক এবং মানবতার জন্য অসহায় মানুষের মুখে হাসি ফোটায়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *