নতুন দিনের নতুন আশা
অমিত বড়ুয়া

নতুন দিনের নতুন আশা
রঙ তুলিতে আঁকতে চাই
নববর্ষের শুভ আলো
সারা গায়ে মাখতে চাই।
এদেশটাকে মনের মতো
নতুন করে গড়তে চাই
অপূর্ণ সব ইচ্ছা আমার
এবার পূরণ করতে চাই।
ভেদাভেদের দেয়াল ভেঙে
সবাই সমান বাঁচতে চাই
আনন্দ আর খুশি গানে
পেখম তুলে নাচতে চাই।
একাত্তরের মতোই আবার
ঘুম ছেড়ে সব জাগতে চাই
দেশ মাটি মা’র মান রাখতে
জীবনবাজি রাখতে চাই।
লেখক: সাহিত্য সম্পাদক, দৈনিক চট্টগ্রাম মঞ্চ