জাগো পলাশ… জাগো পারুল
অভিলাষ মাহমুদ
ঐ যে আবার একুশ এলো
রাঙিয়ে শহীদ মিনারে,
জাগো পলাশ… জাগো পারুল
আমার মনের কিনারে।
বিশ তারিখ পার হলে যেই
বারটা যখন বাজে,
শহীদ মিনার সাজবে তখন
নানান ফুলের সাজে।
শহীদ মিনার দলে দলে
আসবে মানুষ যত,
শ্রদ্ধা আর ভালোবাসায়
করবে মাথা নত।
জাগো পলাশ… জাগো পারুল
শহীদ বেদীতে আজ,
একুশ এলেই শহীদ মিনার
সাজে ফুলেল সাজ।