অভিলাষ মাহমুদের কবিতা

কানামাছি না জলহস্তি …

অভিলাষ মাহমুদ

 

নাফ নদীর তীরে মুখ থুবড়ে পড়ে আছে বিবেক

চোখে কালো কাপড় আর মুখে কুলুুপ এঁটে-

চুপ করে আছেন দাদারা ।

 

কারা অসহায় ? আমরা না দাদারা ?

কালো কাপড় সরান, বলেন কিছু ।

বিশ্ব দরবারের কবাটে আর কত মাথা ঠুকাবো ?

তোমরা কি এতই বুভুক্ষ যে-

মানুষের রক্ত মাংস ছাড়া কিছই চলে না ?

দিলে এই অত্যাচার বন্ধ হবে ?

 

তোমরা কি কানামাছি … না জলহস্তি ?

কিছুই দেখো না … তোমাদের দেহে কবে সুড়সুড়ি লাগবে ?

Spread the love

1 thought on “অভিলাষ মাহমুদের কবিতা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *