বাঁশখালী টাইমস: মঙ্গলবার বাঁশখালী উপজেলা চত্বর মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাপস কুমার নন্দী’র সভাপতিত্বে অনুষ্ঠিতব্য গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুর্নীতিদমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন দুর্নীতিদমন কমিশন চট্টগ্রাম-২ এর উপ পরিচালক অজয় কুমার শাহা, উপ পরিচালক সৈয়দ আহমেদ, উপ পরিচালক মো. সফিউল্লাহ। সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী।
গণশুনানি চলাকালীন সময় সাধারণ মানুষের পক্ষ থেকে ৩০ জনাধিকের লিখিত অভিযোগ গ্রহণ করেন দুদক কর্মকর্তারা। এর পর উম্নোক্ত গণশুনানিতে অংশগ্রহণ করেন সাধারণ জনগণ।
এসময় উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, পল্লিবিদ্যুৎ অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (হাসপাতাল), মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, হিসাব রক্ষণ, প্রকল্প বাস্তবায়ন, সমাজ সেবা, পানি উন্নয়ন বোর্ড, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
তবে, সব চাইতে দুর্নীতিগ্রস্থ অফিসগুলোর ব্যাপারে বড় বড় রাঘববোয়াল জড়িত থাকায় ও স্থানীয় সংসদসদস্যের উপস্থিতিতে ভয়ে মুখ খুলতে সাহস পায়নি অভিযোগকারীরা।
উপস্থিত অনেক দর্শনার্থীজানান, দুর্নীতিদমন কমিশন (দুদক) এসব স্পর্শকাতর দপ্তরের ব্যাপারে অভিযোগবক্স বসিয়ে অভিযোগ গ্রহণ করলে অভিযোগের পাহাড় হয়ে যেত। দুদক প্রকাশ্য ও গোপনে তাদের তদন্তকাজ চালালে দুর্নীতিকারী মুখোশ পরা রাঘববোয়ালেরা আইনের আওতায় চলে আসবে।
দর্শনার্থী অনেকে জানান, এরকম গণশুনানির আরো প্রয়োজন আছে। অভিযোগ যা পড়েছে তা মূল অপরাধ বা দুর্নীতির সিকিভাগও নয় বলে জানান তারা।