অভিযানে চালিয়ে বাঁশখালীতে ৫ লক্ষাধিক টাকার নকল বই জব্দ, আটক ৩

মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার পৌর সদরে “এলিটপাইরেসি ডিপার্টমেন্ট” লেকচার পাবলিকেশন লি. এর অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ বিভিন্ন লাইব্রেরীতে অভিযান পরিচালনা করেছে। শনিবার (৩১ মার্চ) বিকাল ৫ টার সময় পৌরসদেরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আনোয়ার ট্রেডার্স, লক্ষী প্লাজার ইকরা লাইব্রেরী, জলদী মিয়ার বাজারের জনতা লাইব্রেরী ও পাঠক বুকস্ লাইব্রেরীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার নকল শিক্ষা সহায়ক বই জব্দ করেছে। এদিকে লেকচার পাবলিকেশন্স এর ডিপার্টমেন্ট ম্যানেজার মো. মারুফ হোসাইন অভিযানে সত্যতা স্বীকার করে বলেন, কিছু অসাধু কম্পিউটার কম্পোজার মালিকগণ লেকচার পাবলিকেশনের লগো ও ট্রেডমার্ক হুবহু নকল করে বই ছাপিয়ে বাজারজাত করে আসছিল। যা শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। তা ছাড়া নকল বই সংক্রান্ত বিষয়ে লেকচার পাবলিকেশনের পক্ষ থেকে লাইব্রেরীয়ানদের সচেতন ও সতর্ক করা হয়েছিল। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী আমাদের লেকচার পাবলিকেশনের বই নকল করে বাজারজাত করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে বাঁঁশখালী থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন সময়ে অবৈধভাবে নকল বই জব্দে অন্তর অন্তর এ অভিযান পরিচালনার করা হবে।

এসময় তিন লাইব্রেরী মালিককে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *