মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: ‘এক দেশে দুই নীতি মানিনা মানব না’ এ স্লোগান সামনে রেখে সরকারি কোষাগার হতে শতভাগ বেতন-ভাতা ও পেনশনের দাবিতে আজ গোটা বাংলাদেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচী পালন করছে।
এর ধারাবাহিকতায় বাংলাদেশের সকল পৌরসভার ন্যায় বাঁশখালী পৌরসভায় সোমবার (১ জুলাই) সকাল থেকে সারাদিন পৌরভবনের সামনে সকল কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালিত হয়।
এতে বক্তব্য রাখেন বাঁশখালী পৌর এসোসিয়েশনের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক বাবুল কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, আবু তাহের, শহিদুল আলম, নাছির উদ্দীন, ছোটন কান্তি চৌধুরী, আব্দুল মান্নান, রুনা আক্তার, মোঃ হোসাইন,মোঃ সেলিম, সিরাজ মিয়া, মোক্তার উদ্দীন, ছলিম উল্লাহ প্রমুখ।
তারা তাদের বক্তব্যে বলেন, সরকারী অন্যান্য কর্মকর্তা কর্মচারীর ন্যায় পৌরসভায় কর্মরত কর্মচারী বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবি জানান।