
আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী টাইমস: ৩৯তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ভাইভার ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। এতে বাঁশখালীর ১৫ জন কৃতি সন্তান সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এক বিসিএসে এতো সংখ্যক বাঁশখালীর সন্তান সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় বাঁশখালীবাসীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
সোশ্যাল মিডিয়াতেও সমানে দেখা যাচ্ছে অভিনন্দন ও আনন্দ উদযাপনের সচিত্র আয়োজন। সবার প্রত্যাশা সকলেই গেজেটভুক্ত হয়ে গরীব-দুঃখী মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবেন এবং চিকিৎসাসেবায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন।
যে সকল বাঁশখালীর কৃতিসন্তান সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন: ডা. আসিফুল হক (বৈলছড়ী), ডা. সওগাত উল ফেরদৌস (চেচুরিয়া), ডা. নারগিস সোলতানা (চেচুরিয়া), ডা. এইচ এম জহির নিপু (চেচুরিয়া), ডা. রাশেদুল করিম সুজন, (কালীপুর), ডা. কানিজ ফাতেমা রুদাবা (বাহারচড়া), ডা. জান্নাতুল ফেরদৌস ঝর্ণা (হাজীগাঁও), ডা. বিবেক দেব (সাধনপুর), ডা.শাহিদ চৌধুরী (খানখানাবাদ), ডা. আনিসুর রহমান (খানখানাবাদ), ডা. সুব্রত কান্তি সুশীল (বাহারছড়া), ডা. তৌফিকুল আলম (কালীপুর), ডা. নাঈমা সুলতানা (বাহারচড়া), ডা. দেবজ্যোতি দাশ, নুসরাত শারমিন আঁখি (জলদী)।
এদিকে বাঁশখালী টাইমসের মাধ্যমে সুপারিশপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরানুল হক এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব প্রমুখ।
Dr.debjoyti das er bari kokdondi