বাঁশখালী হিলফুল ফুযুল সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওসমান কাসেমীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বেলাল মাহমুদের সঞ্চালনায় আজ ২২ সেপ্টেম্বর ১৭ ইং তারিখ সকাল ১০ টায় ঐতিহাসিক বাঁশখালী খাসমহল চত্ত্বরে রোহিঙ্গা গণহত্যা বন্ধ ও তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশ এর দক্ষিণ চট্টগ্রামের প্রচার সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ কিবরিয়া, বাঁশখালী উপজেলা ছাত্র নেতা হাছান চৌধুরী, মোহম্মদ মারুফ, আরাফাত, যায়েদ সহ সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শোয়াইব বিন ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুর উদ্দীন, অর্থ সম্পাদক ত্বোয়াহা, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, প্রচার সম্পাদক ক্বারী নুরুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক ওবাইদুল্লাহ প্রমূখ।
এতে বক্তরা বলেন, শত শত বছর ধরে আরাকানে বসবাসরত মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশ এর নাগরিক দোহাই দিয়ে যেভাবে মায়ানমার সরকার ও বৌদ্ধ সন্ত্রাসী দ্বারা গণহত্যা চালানো হচ্ছে তা জাহিলিয়াত যুগকে হার মানিয়েছে। সুতরাং আমরা সরকারের কাছে আবেদন করছি যেন জাতিসংঘের মাধ্যমে তাদের এ গণহত্যা বন্ধ ও নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেয়।
বক্তরা আরো বলেন, আরাকান রাজ্যে নির্বিচারে মুসলিম হত্যা এটা নিছক ঘটনা নয় এটা মুসলিম শূন্য করার পূর্ব পরিকল্পনারই একটি অংশ, এ সহজ-সরল বিষয়টি বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে উপলব্ধি করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহবান এবং যারা প্রাণভয়ে পালিয়ে এসে বাংলাদেশে ঠাঁই নিয়েছে তাদেরকে বাসস্থান, খাবারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস দিয়ে মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জনান বক্তারা।
সংগঠনের সভাপতি ওসমান কাসেমীর মোনাজাতের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি হয়।- প্রেস বিজ্ঞপ্তি