রুহুল্লাহ বেলাল: দক্ষিণ বাঁশখালীর এক আতংকের নাম প্রেমবাজার থেকে সরলিয়া বাজার সড়ক। এটা সড়ক বললেও ভুল হবে। খানা-খন্দে ভরপুর এই রাস্তায় গাড়ি চলাচল প্রায় ব্যাহত। প্রায় সময় গাড়ি রাস্তায় বিকল হয়ে পড়ত এবং জমিতে উল্টে পড়ে যেত। পুইছড়ী এবং ছনুয়ার হাজার হাজার জনগণের ব্যবহৃত একমাত্র সড়কের এই দুর্বিষহ যন্ত্রণার কথা বিবেচনা করে উপজেলা উন্নয়ন তহবিল কর্তৃক জরুরী ভিত্তিতে কিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এই প্রকল্পটি বিশেষভাবে তত্বাবধায়ন করছেন পুইছড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার আবুল কাশেম।
এতে জনমনে নেমে আসছে স্বস্তির নিঃশ্বাস। সরেজমিনে গিয়ে দেখা গেল মেম্বার আবুল কাশেম নিজেই কাজের তদারকি করছেন। ঈদ-উল-আযহাকে সামনে রেখে দ্রুত দিনরাত কাজ করে যাচ্ছেন বলে জানালেন মেম্বার আবুল কাশেম।