চট্টগ্রামের সমাজসেবামূলক সংগঠন “অপ্রতিরোধ্য চট্টগ্রাম পরিষদ”এর উদ্যোগে ৯ জুন শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপলক্ষে এক অলোচনা সভা সংগঠনের সভাপতি অাদনান এলাহী তুহিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ ইকফাত ফয়সাল ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠিত অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সহ-সভাপতি সৈয়দ নুরুল অাবছার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগের অাহবায়ক কমিটির সদস্য নুরুল অানোয়ার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোটেল সাফিনা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শিহাব সাগির, এনাম হোম গ্যালারীর প্রোপ্রাইটর এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন- মাসিক চকবাজার পত্রিকা ও জীবনযাত্রা ম্যগাজিনের সম্পাদক এস.ডি.জীবন, বিডি সংবাদ২৪.কমের ব্যুরোচীফ সাইদুল ইসলাম( মাসুম), সিভয়েজ২৪.কমের ষ্টাফ রিপোর্টার ইমরান এমি, দৈনিক প্রিয় বাংলাদেশ এর ফটো সাংবাদিক সমীরণ পাল, প্রাইম কোচিং এর পরিচালক শাহাদাৎ হোসেন,পেকুয়া উপজেলা ছাত্র যুব কল্যাণ পরিষদের সভাপতি সোহেল অাজিম,যুবনেতা জয় শংকর সরকার, মোর্শেদ সুমন, ব্লুমিং মডেল ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান মশিউর রহমান, যুবনেতা সাদেক রেজা, রকি ভট্টাচার্য, অাকরাম, তৈয়ব, শাহনেওয়াজ, রশিদ, সাইমন সহ অারো অনেকে।
অতিথিরা এই অায়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষতে এই সংগঠনের সমাজসেবামূলক কাজের সাথে থাকার একাত্মতা প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তি