তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- লেখক, গবেষক, কলামিস্ট ডক্টর মুহাম্মদ মাসুম চৌধুরীর জীবনের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে আজ। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে তাঁর শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অধ্যাপক মাসুম চৌধুরী, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক আবু তালেব বেলালসহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাসুম চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানান- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, নিউজ পোর্টাল সিভয়েস, মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ, বিজয় একাত্তর প্রমুখ সংগঠন ও ব্যক্তিবর্গ।
অধ্যাপক মাসুম চৌধুরী তাঁর বক্তৃতায় বলেন- “সময়কে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে তরুণদের তারুণ্যকে গুরুত্ব দিতে হবে। সময়কে ধরে, জমা রাখা যায় না। সময়ের সদ্ব্যবহার করলে বিজয় নিশ্চিত।”
প্রাথমিক আনুষ্ঠিকতা শেষে কেক কেটে মাসুম চৌধুরীর জন্মদিন উদযাপন করা হয়।