অধ্যক্ষ নিয়োগে সংকট নিরসনে আলাওল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

অধ্যক্ষ নিয়োগে সংকট নিরসনে আলাওল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

BanshkhaliTimes

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একমাত্র জাতীয়করণকৃত কলেজ আলাওল ডিগ্রী কলেজ’এর অধ্যক্ষের দায়িত্ব পালন নিয়ে চলছে উভয়সংকট। গত ২৪ এ ডিসেম্বর ২০২০ তারিখে অধ্যক্ষ শাহ আলম আজাদ’ এর চাকরিকাল ৬০ বছর পূর্ণ হলে, ২৫ ডিসেম্বর জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক সোলেমান সাহেবকে দায়িত্ব দিয়ে তিনি অবসরে যান। কিন্তু অত্র কলেজে অধ্যাপক সোলেমান সাহেবের সিনিয়র হচ্ছেন অধ্যাপক আজিজুর রহমান। শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্র জনবল কাঠামো ২০১৮ এর ১৩ বিধি মোতাবেক এমপিও ভুক্তির তারিখ থেকে জৈষ্ঠ্যতা নির্ধারণ করা হয়। এদিকে জনাব সোলেমান সাহেবের এমপিও ভুক্তির তারিখ ১/৪/১৯৯৪ এবং জনাব আজিজুর রহমানের এমপিও ভুক্তির তারিখ ৫/১০/১৯৯২। সুতরাং জনাব আজিজুর রহমান সিনিয়র।

এই বিষয়ে মাউশি( মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর) কে অবহিত করা হলে মাউশি সবকিছু যাচাই বাছাই করে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বরাবর জনাব আজিজুর রহমানকে দায়িত্ব হস্তান্তরের জন্য নির্দেশ দেন। গত ২৫ এ জানুয়ারি ২০২০ তারিখে এই মর্মে মাউশি চিঠি পাঠালেও এখনো পর্যন্ত ইউএনও মহোদয় দায়িত্ব হস্তান্তর করেননি বলে জানা যায়। তাই অত্র কলেজের শিক্ষার্থীরা ০৩/০৩/২০২১ তারিখে ইউএনও বরাবর উক্ত সমস্যার সমাধান চেয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে ইউএনও মহোদয় শিক্ষার্থীদের আশ্বাস দেন যে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে এর সমাধান করবেন। শিক্ষার্থীরা পূর্ণ আশাবাদী, ইউএনও মহোদয় সরকারি বিধি এবং মাউশির নির্দেশ বাস্তবায়ন পূর্বক জনাব আজিজুর রহমানকে অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করে উক্ত সমস্যার অবসান ঘটাবেন।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *