BanshkhaliTimes

‘অদম্য বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

BanshkhaliTimes

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)এর সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ এবং তথ্য প্রযুক্তিবিদ প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন এর লেখা “অদম্য বাংলাদেশ” গ্রন্থের মোড়ক উম্মোচন আজ চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। Network for International Law Students (NILS) আয়োজিত এই অনুষ্ঠান সঞ্চালনার যৌথ দায়িত্বে ছিলেন সাঈদ আহসান খালিদ, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সিদরাতুল মুনতাহা তৃণা, প্রভাষক, আইন বিভাগ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি।

“অদম্য বাংলাদেশ” গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন জনাব ড. এ.কে আব্দুল মোমেন এমপি, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. শিরীণ আখতার, মাননীয় উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, মাননীয় উপাচার্য, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ; প্রফেসর ড. এ.এফ ইমাম আলী, মাননীয় উপাচার্য, বান্দরবান বিশ্ববিদ্যালয়;
জনাব মাহবুবুল আলম, সভাপতি, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি; জনাব ড. নাজনীন কাওসার চৌধুরী, যুগ্ম সচিব এবং সদস্য, বাংলাদেশ চা বোর্ড, অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. শাহাদাত হোসেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর এবিএম আবু নোমান, ডিন, আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *