অদক্ষ চালক: বড়ঘোনায় সিএনজি উল্টে লবণ মাঠে!

বাঁশখালী টাইমস: বাঁশখালীর সর্বত্র অদক্ষ চালকের ছড়াছড়ি। রিক্সা, সিএনজি থেকে শুরু করে বাস-ট্রাকের ড্রাইভার কেউ তোয়াক্কা করেনা কোন নিয়মনীতির। তদন্ত করলে দেখা যাবে ৭০% চালকের ড্রাইভিং লাইসেন্স নেই।
আজ দুপুর ২ টায় বড়ঘোনায় একটা সিএনজি বেপরোয়া গতিতে চালানোর কারণে রাস্তার পাশে লবণের মাঠে পরে উল্টে যায়। এতে এক স্কুল ছাত্রী আহত হয়েছে।
স্থানীয় শহীদুল্লাহ সিকদার জানান- অদক্ষ, কমবয়সী চালকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

এলাকাবাসীর অভিযোগ অনেক রিক্সাচালক সিএনজি মালিকদের উচ্চ জামানত দিয়ে রাতারাতি সিএনজি ড্রাইভার বনে যায়।

তাছাড়া কমবয়সী চালকদের কোন ধরণের প্রশিক্ষণ না থাকার কারণে এসব দুর্ঘটনা হয় বলে বাঁশখালী টাইমসকে জানান স্থানীয় যুবক শাহাব উদ্দিন তালুকদার।

বাঁশখালীর সকল ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স তদন্তপূর্বক নীতিমালা অবজ্ঞাকারী চালকদের যথাযথ আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জনসাধারণের।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version