BanshkhaliTimes

অতিরিক্ত সচিব হলেন বাঁশখালীর কৃতি সন্তান হাবিবুল কবির চৌধুরী

আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী টাইমস: বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন বাঁশখালীর কৃতি সন্তান মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী (দুলু)।
ইতোপূর্বে তিনি ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ন- সচিবের (উখিয়া শরণার্থী সেলের পি,ডি) দায়িত্বে ছিলেন।

বাঁশখালীর কৃতি সন্তান প্রশাসন ক্যাডারের ৮৫ ব্যাচের এই কর্মকর্তা চট্টগ্রাম সমিতি-ঢাকার নির্বাহী পরিষদের সদস্য, বাঁশখালী সমিতি-ঢাকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তাঁর এই অর্জনে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী দুলুর জন্ম বাঁশখালীর সরলে।

Spread the love

1 thought on “অতিরিক্ত সচিব হলেন বাঁশখালীর কৃতি সন্তান হাবিবুল কবির চৌধুরী”

  1. Sajal Kanti Das.

    বাঁশখালীর একজন সন্তান হিসেবে বাঁশখালী টাইমস্ – এর ভুয়শী প্রশংসা করতেছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার জন্য। চট্টগ্রাম থেকে বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশ ও বাঁশখালীর একজন কৃতি সন্তান কর্তৃক প্রকাশিত। এক সময়ে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার কারণে পশ্চাৎপদ হয়ে থাকা জনপদ বাঁশখালী এখন চট্টগ্রাম জেলার অনেক এলাকা থেকে যথেষ্ট উন্নত সমৃদ্ধশালী। বাঁশখালী টাইমস্ – এর প্রকাশ, ব্যবস্থাপনা সহ সকল কলাকুশলী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *