অঙ্গীকার ক্লাবের উদ্যোগে পূর্ব বৈলগাঁও নতুন পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরিফ ও আমপারা কিতাব, সাউন্ড সিস্টেম ও মাইক্রোফোন বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। অঙ্গীকার ক্লাবের সিনিয়র উপদেষ্টা ঈসা খান লিপু ( প্রফেশনাল ট্রেইনিং, গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট,বিডি জবস ট্রেইনিং), ক্লাবের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ ইসহাক, ক্লাবের সিনিয়র সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ বর্তমান প্রবাসী কল্যাণ সম্পাদক ও উপ প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ রাসেল ও মোহাম্মদ এহছানের একান্ত সহযোগিতায় পবিত্র কোরআন শরিফ, আমপারা, সাউন্ড সিস্টেম ও মাইক্রোফোন বিতরণ সফলভাবে সমাপ্ত করা হয়েছে। ক্লাবের বর্তমান সভাপতি আউয়াল হামিদ মসজিদ কমিটিকে সাউন্ড সিস্টেম এবং মাইক্রোফোন, মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের হাতে কোরআন, কায়দা তুলে দেন। উক্ত সাউন্ড সিস্টেম এবং মাইক্রোফোন,শিক্ষা সামগ্রী ও ধর্মীয় পুস্তক হস্তান্তরকালে সংক্ষিপ্ত বক্তব্যে আউয়াল হামিদ ক্লাবের উপদেষ্টা ঈসা খান লিপু, ক্লাবের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ ইসহাক, ক্লাবের সিনিয়র সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ বর্তমান প্রবাসী কল্যাণ সম্পাদক ও উপ প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ রাসেল ও মোহাম্মদ এহছানসহ ক্লাবের সকলের জন্য দোয়ার আহ্বান করেন। এলাকায় শিক্ষা ও আর্থ সামজিক উন্নয়নে অঙ্গীকার ক্লাব গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য সার্বিকভাবে সহায়তা করে আসছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখবেন বলে ক্লাব সভাপতি উল্লেখ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের শিক্ষা সম্পাদক রাকিবুল হাসান, ক্লাবের সদস্য সাকিব ও মসজিদ মাদ্রাসার খতিব সাহেব।উক্ত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ক্লাবের সকল সদস্য নিরলসভাবে কাজ করে গেছেন।
প্রেস বিজ্ঞপ্তি