হাজিগাঁও অগ্রণী ক্লাব ও অগ্রণী পাঠাগার কর্তৃক আয়োজিত অগ্রণী মেধাবৃত্তি, অগ্রণী রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ফ্রি ব্লাড গ্রুপিং ও শিক্ষাসামগ্রী বিতরন অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারি হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি ইমরান বিন মোমেন এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলটেক্স গ্রুপ এর পরিচালক ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এর ট্রাস্টি সদস্য জনাব মো. জাহেদুল ইসলাম জাহাঙ্গির, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি জনাব এ টি এম হামিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর সাবেক সভাপতি লায়ন শেখর দত্ত, সোনালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক জনাব মো. তারেক আজম চৌধুরী ও অগ্রণী ব্যাংক লিমিটেড এর প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক জনাব মু. বেলালুর রহমান।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. শওকত আউয়াল চৌধুরী, ক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন শিহাব ও পাঠাগার সভাপতি সালাউদ্দীন কাদের শিবলু এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল হক, আবদুল মোতালেব চৌধুরী, ক্লাবের সাবেক সভাপতি শফিউল আজম শাওন
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ এন এম হামিদুর রহমান চৌধুরী, কলিম উল্লাহ চৌধুরী, সাবেক ও বর্তমাম ইউপি সদস্য রয়ন জান্নাত ও শাহেদা বেগম রুজি, ক্লাবের সাবেক সভাপতি
শওকত মুহিত চৌধুরী, মঈনুল আজীম সোহেল, সাবেক সাধারণ ইমতিয়াজ আরাফাত, মো. খোরশেদ আলম, পাঠাগারের সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম চৌধুরী ও আবদুল হান্নান, জহির, হামিদ, রিপন, মিনহাজ, শোয়েব প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি