BanshkhaliTimes

অগ্রণী মেধাবৃত্তির ফলাফল প্রকাশ

BanshkhaliTimes

বাঁশখালীর ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সংগঠন হাজিগাঁও অগ্রণী ক্লাব(রেজি:চট্ট.২৫৪৩/০৩) কর্তৃক আয়োজিত ১৬তম অগ্রণী মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯
এর ফলাফল প্রকাশিত হয়েছে।

এতে ৬ষ্ঠ শ্রেণি হতে উপম দাশগুপ্ত (৬১৮), রকি দে(৬৪৬), সায়মা আকতার(৬৪৪) মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে এবং বিশেষ বৃত্তি লাভ করে অনুরিলা ধর(৬৩২),
ইরফান মাহমুদ আবির(৬৬৪), মো. সাঈদ হোসেন সাফি(৬২৬), তাওসিন জান্নাত রেমি (৬৪৯)
ও সাহারতুন নূর রাবসা চৌ.(৬০৬)।

৭ম শ্রেণি হতে নাশিদ কামাল শিমু(৭২৪), নিশাত সাবিহা(৭৪৫), আবু রোবাইদ রাফিন(৭৩০) মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে এবং বিশেষ বৃত্তি লাভ করে আয়শা আকতার (৭৪৬), মুখলেছুর রহমান(৭৩৬), রায়হান আবেদীন চৌধুরী (৭২৭), সিলসিলা মঈন সিলভী(৭০৬)
ও রত্না দাশ(৭২৮)

উল্লেখ্য ১৬তম অগ্রণী মেধাবৃত্তি গত ২০ ডিসেম্বর ২০১৯ হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *