BanshkhaliTimes

অগ্রণী মেধাবৃত্তির ফলাফল প্রকাশিত

BanshkhaliTimes

বাঁশখালীর ঐতিহ্যবাহী সংগঠন হাজিগাঁও অগ্রণী ক্লাব কর্তৃক আয়োজিত ১৫ তম অগ্রণী মেধা বৃত্তি ২০১৮ এর ফলাফল আজ প্রকাশিত হয়েছে। ৬ষ্ঠ শ্রেণীতে ৮ জন ও ৭ম শ্রেণিতে ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ৬ষ্ঠ শ্রেণিতে সামিহা কবির (৬১৬), নাশিদ কামাল শিমু (৬৬০) ও শ্বাশত দেব অভ্র (৬৬৫) মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে। এবং ৬১৩, ৬২৩, ৬০৬, ৬৩৯ ও ৬৩২ রোল নম্বরের শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি লাভ করে। ৭ম শ্রেণিতে বুশরা আল জান্নাহ(৭০৮), রেশমা চৌধুরী (৭০৫) ও ইয়াছির মাহমুদ চৌধুরী (৭০৭) মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে এবং ৭২০, ৭২৪, ৭১০, ৭৩০, ৭১৯ রোল নম্বরের শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি লাভ করে।

উল্লেখ্য ১৫ তম অগ্রণী মেধা বৃত্তি পরীক্ষা গত ১৪ ডিসেম্বর ২০১৮ হাজিগাঁও বরুমচড়া স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *