অগ্রণী মেধাবৃত্তির ফলাফল প্রকাশ

বাঁশখালীর ঐতিহ্যবাহী সংগঠন হাজিগাঁও অগ্রণী ক্লাব কর্তৃক আয়োজিত ১৪ তম অগ্রণী মেধা বৃত্তি ২০১৭ এর ফলাফল আজ প্রকাশিত হয়েছে।

৬ষ্ঠ শ্রেণীতে ৯ জন ও ৭ম শ্রেণিতে ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ৬ষ্ঠ শ্রণিতে নওশীন আজুমান্দ (৬৬০), বুশরা আল জান্নাহ (৬৪৬) ও মিফতাহুল জান্নাত (৬৫৫) মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে। এবং ৬০৮, ৬৪৯, ৬৬৩, ৬৫৬, ৬৪৫ ও ৬৩৮ রোল নম্বরের শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি লাভ করে। ৭ম শ্রেণিতে রিফুল জান্নাত(৭৩৮), শতরুপা দে(৭১১) ও নাহিয়ান ফারজানা (৭২৮) মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে এবং ৭২২, ৭১৩, ৭২৫, ৭৩৬, ৭১০ রোল নম্বরের শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি লাভ করে।

উল্লেখ্য ১৪তম অগ্রণী মেধা বৃত্তি পরীক্ষা গত ১৫ ডিসেম্বর ২০১৭ হাজিগাঁও বরুমচড়া স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *