মারা গেছে নুসরাত
আগুনে ঝলসে দেয়া ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (১০ এপ্রিল) রাতে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
আজ রাত ৯ টা ৩০ মিনিটে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের কর্তব্যরত ডাক্তার।
নিজ শিক্ষকের শ্লীলতাহানীর বিরুদ্ধে করা মামলা উঠিয়ে নেয়ার হুমকি পরোয়া না করে পরীক্ষা দিতে এসে অধ্যক্ষের লেলিয়ে দেয়া ক্যাডারদের হাতে অগ্নীদগ্ধ হওয়া ফেনীর সেই মাদরাসা ছাত্রী নুসরাত জাহান মারা গেছে।
গতকাল একটা চিঠি পাওয়া যায় যা ছিল নুসরাতের আগের লিখা আবেগপ্রবণ সেই চিঠিতে অনেক কিছুই তুলে ধরেছিল সে।
