BanshkhaliTimes

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের পাশে চেয়ারম্যান লেয়াকত আলী

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়ায় বিগত ১৯ জানুয়ারী অগ্নিকান্ডের ঘটনায় ১১ বসতঘরের ২১টি পরিবারের ঘর-বাড়িসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয় প্রায় অর্ধকোটি টাকা।

আজ বুধবার (৯ জানুয়ারী) বিকেলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লেয়াকত আলী এর ব্যক্তিগত উদ্যোগে ২১ পরিবার কে নগদ ৫০০০ টাকা করে প্রদান করেন।

পরে তিনি সরল ইউনিয়নের আশিঘর পাড়া অগ্নিকান্ডে মারা যাওয়া দুই ছেলে, মেয়ের পরিবার সহ ৩ পরিবারকে সমবেদনা ও নগদ অর্থ প্রদান করেন ।

এ সময় উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা কৃষক দলের সভাপতি জাফর আহমদ,,বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার, গন্ডামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো আমিন, উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম সিকদার, আকবর হোসেন সিকদার,হুমায়ন কবির, মোহাম্মদ ইদ্রিস, ছাত্রদল নেতা ছাবের আহমেদ, মিজানুর রহমান, নেজাম উদদীন, শামীম, আয়ুব,ছরোয়ার সহ নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *