বাঁশখালী টাইমস: সম্প্রতি গন্ডামারা জলদাশ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৬ পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন বাঁশখালীস্থ পুলিশ সদস্যদের প্ল্যাটফর্ম ইউনাইটেড ইউনাইটেড বাঁশখালী।
বাঁশখালীর কৃতিসন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএমের উদ্যোগে বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্থ ২৬ পরিবারের মাঝে দুটি করে শীতবস্ত্র ও নগদ ৪৫০০ টাকা করে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল কবীর।
এসময় পুলিশ পরিদর্শক ফিরোজ, বাঁশখালী থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, গন্ডামারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার বাদশাহসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম বাঁশখালী টাইমসকে বলেন- ‘বাংলাদেশ পুলিশে কর্মরত বাঁশখালীর পুলিশ সদস্যদের প্ল্যাটফর্ম “ইউনাইটেড বাঁশখালী” সবাইকে সাথে নিয়ে প্রিয় জন্মস্থানের প্রতি দায়বদ্ধতা থেকে সামর্থ্যানুযায়ী ভবিষ্যতেও বাঁশখালীবাসীর পাশে থাকবে।’